এমপি কমলের বিরুদ্ধে বড় ভাইয়ের অভিযোগ
রামুর বৌদ্ধ মন্দিরে হামলা মামলার অধিকাংশ আসামি কক্সবাজার-৩ (সদর-রামু) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য (এমপি) সাইমুম সরওয়ার কমলের ছত্রচ্ছায়ায় রয়েছেন। এমন অভিযোগ করেছেন রামু উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও এমপি কমলের আপন বড় ভাই সোহেল সরওয়ার কাজল।
রোববার দুপুরে কক্সবাজারের একটি হোটেলের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এমন অভিযোগ করেন।
সোহেল সরওয়ার কাজল বলেন, ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর রামুর বৌদ্ধ মন্দিরে যখন হামলা হয়, ওই সময় আমি ও আমার এলাকার ছাত্রলীগ নেতা স্থানীয় জনগণকে নিয়ে লড়াই করেছি। দীর্ঘ ৬ বছর পরও কোনো প্রশ্ন ওঠেনি। এ নিয়ে একাধিক মামলা হয়েছে। মামলার তদন্তে একাধিক আসামি শনাক্ত করা হয়েছে। কিন্তু এসব মামলার অধিকাংশ চিহ্নিত আসামি এখন এমপি কমলের ছত্রচ্ছায়ায় রয়েছেন।
তিনি অভিযোগ করে বলেন, কমল সরকারদলীয় একজন এমপি হয়ে বিএনপি-জামায়াতের সঙ্গে আঁতাত করে ক্ষমতার অপব্যবহার করছেন। গত ইউপি ও উপজেলা নির্বাচনে ভোট কারচুপির মাধ্যমে নৌকার প্রার্থীদের পরাজিত করেছেন। বর্তমানে জামায়াত-বিএনপির চক্রান্তকারীদের সঙ্গে নিয়ে এমপি কমল রামু উপজেলা আওয়ামী লীগ ভেঙে দেয়ার জন্য উঠেপড়ে লেগেছেন।
রামু উপজেলা আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, টিআর-কাবিখা লুটপাট আমি করিনি; আমরা যারা সত্যিকারের আওয়ামী লীগ করি, বঙ্গবন্ধুর সৈনিক এবং জননেত্রী শেখ হাসিনার কর্মী, তারা কোনোদিন অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত নই।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে রামু উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হানিফ বিন নজির, সাধারণ সম্পাদক শামশুল আলম মন্ডল, অর্থ সম্পাদক নুরুল ইসলাম সেলিম, সাংগঠনিক সম্পাদক ইউনুছ রানা, নুরুল হক চৌধুরী, জুনাইদ বিপ্লব, সহ-প্রচার সম্পাদক সন্তোষ বড়ুয়া ও তারেক সরওয়ারসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ অভিযোগের বিষয়ে জানতে কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের এমপি সাইমুম সরোয়ার কমলের মুঠোফোনে যোগাযোগ করা হয়। ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
সায়ীদ আলমগীর/এএম/পিআর