টেকনাফে ‘গোলাগুলিতে’ দুই মাদক ব্যবসায়ী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ১১:৫২ এএম, ২৮ জানুয়ারি ২০১৯

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যংয়ে দু’গ্রুপের গুলাগুলিতে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে দুইটি এলজি ও ৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার ভোরে হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়া বট্টলী এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে।

নিহতরা হলেন, টেকনাফের হোয়াইক্যং মিনাবাজার এলাকার ফরিদ আলমের ছেলে দেলোয়ার হোসেন রুবেল (২০) ও ঝিমংখালী এলাকার সফর মিয়ার ছেলে মো. রফিক (৫৫)।

নিহতদের বিরুদ্ধে একাধিক অস্ত্র ও মাদকের মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) এবিএমএস দোহা জানান, ভোরে হোয়াইক্যং নয়াপাড়া বট্টলী এলাকায় মাদক কারবারী দু’গ্রুপের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। সংবাদ পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে মাদক কারবারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে দুই ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। তাদের শরীরে বেশ কয়েকটি গুলির চিহ্ন রয়েছে।

স্থানীয় মেম্বার শাহ আলম জানান, নিহতদের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, মরদেহ পাওয়ার ঘটনাস্থল থেকে ৪ হাজার ইয়াবা ও ৭ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে কারা জাড়িত বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করেন তিনি।

সায়ীদ আলমগীর/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।