সাড়ে ৫ হাজার ইয়াবাসহ যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ১২:৩৭ পিএম, ২৯ জানুয়ারি ২০১৯

কক্সবাজারের টেকনাফ উপজেলায় ৫ হাজার ৬৪০ পিস ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র‌্যাবের সদস্যরা।

সোমবার রাতে টেকনাফ বাস স্টেশনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আবু বক্কর ছিদ্দিক (২৫) টেকনাফ পৌরসভার পুরাতন পল্লনপাড়ার মো. মমতাজের ছেলে।

র‌্যাবের টেকনাফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. মির্জা শাহেদ মাহতাব বলেন, টেকনাফ বাস স্টেশনে ইয়াবা লেনদেন হচ্ছে- এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা একই এলাকার নুরুল হকের ছেলে সৈয়দ আলম পালিয়ে যায়। দীর্ঘদিন মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে তারা।

গ্রেফতার যুবকের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে ইয়াবাসহ টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান লে. মির্জা শাহেদ মাহতাব।

সায়ীদ আলমগীর/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।