বজ্রপাতে বাবা ছেলের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৬:৩৭ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৯
প্রতীকী ছবি

নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় জয়াগ ইউনিয়নের ভাওরকোর্ট গ্রামে বজ্রপাতে বাবা নোমান হোসেন ( ৪২) ও ছেলে সাইফুল ইসলাম বাপ্পীর (১২) মৃত্যু হয়েছে। রোববার দুপুর সোয়া ২টার সময় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

সোনাইমুড়ী থানা পুলিশের ওসি আবদুস সামাদ জাগো নিউজকে বলেন, দুপুরে বাবা-ছেলে বাড়ির পাশে কৃষি জমিতে কাজ করছিল। এ সময় বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাতে তাদের মৃত্যু হয়। বর্তমানে তাদের মরদেহ গ্রামের বাড়িতে রাখা হয়েছে। বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মিজানুর রহমান/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।