বগুড়ায় চেয়ারম্যান পদে ১১ জনের মনোনয়ন বাতিল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৯:৩৮ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০১৯

১৮ মার্চ দ্বিতীয় ধাপে অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচনে বগুড়ার ছয় উপজেলায় চেয়ারম্যান পদে বিএনপি, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীসহ ১১ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বুধবার যাচাই-বাছাইকালে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়।

বিএনপির যেসব নেতার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা হলেন- শেরপুর উপজেলায় জানে আলম খোকা, সোনাতলায় জিয়াউল হক লিপ্পন, গাবতলীতে এহসানুল বাশার ও সারিয়াকান্দিতে সাবেক নেতা অ্যাডভোকেট নূরে আযম বাবু।

দুপচাঁচিয়ায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুস সামাদ, একই উপজেলায় ইসলামী ঐক্যাজোটের আব্দুল হাই, ধুনটে জাপা সমর্থক পাভেল আহম্মেদ ও সারিয়াকান্দিতে জামায়াত নেতা প্রভাষক নজরুল ইসলামের মনোনয়নপত্রও বাতিল হয়ে গেছে। এর বাইরে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে সারিয়াকান্দিতে টিপু সুলতান, মিনহাজ উদ্দিন, ও নুরুল ইসলাম খান হিরোর মনোনয়নপত্রও বাতিল হয়েছে।

বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রায়হানা ইসলাম জানান, যাদের প্রার্থিতা বাতিল হয়েছে তারা আগামী তিনদিনের মধ্যে জেলা প্রশাসকের কাছে আপিল করার সুযোগ পাবেন। আগামী ২৪ ও ২৫ ফেরুয়ারি শুনানি হবে।

উল্লেখ, বগুড়ার ১২ উপজেলায় চেয়ারম্যান পদে ৫৫ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

লিমন বাসার/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।