বগুড়ায় ট্রেন লাইনচ্যুত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৮:৩৭ এএম, ০৪ মার্চ ২০১৯

বগুড়ায় চলন্ত ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে নারীসহ বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তবে তৎক্ষণিকভাবে হতাহতের বিষয়ে বিস্তারিত নিশ্চিত হওয়া যায়নি।

রোববার রাতে বগুড়ার গাবতলী রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। ২ ঘণ্টা পর রাত ১২টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বগুড়ার স্টেশন মাস্টার বেনজুর আহম্মেদ জানান, রোববার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে রংপুরের বুড়িমারী স্থলবন্দর থেকে ছেড়ে আসা ট্রেনটি পূর্ব বগুড়ার গাবতলী রেল স্টেশন অতিক্রম করার একটু আগে ট্রেনের পেছনের যাত্রীবোঝাই দুটি বগী বিকট শব্দে লাইনচ্যুত হয়। এ সময় চলন্ত ট্রেনটি প্রায় অর্ধ কিমি. রাস্তা অতিক্রমের পর এর চালক তা থামাতে সক্ষম হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় স্টেশনে একটি ট্রেন অপেক্ষয়মাণ ছিল। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসসহ বিভিন্ন উদ্ধারকারী দল দ্রুত সেখানে যায়।

লিমন বাসার/জেডএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।