টেকনাফে রোহিঙ্গার মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার.
প্রকাশিত: ০৪:৪৫ এএম, ১১ মার্চ ২০১৯

কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া শরণার্থী শিবিরে নূর কবির (৫০) নামে এক রোহিঙ্গার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১০ মার্চ) রাত ১০টার দিকে নয়াপাড়া শিবিরের বি ব্লকের ড্রেনের পাশ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের চোখে-মুখে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নূর কবির নয়াপাড়া শরণার্থী শিবিরের ই ব্লকের ৯৪১ নম্বর শেডের ২ নম্বর রুমের বাসিন্দা ছিলেন।

নয়াপাড়া রোহিঙ্গা শিবিরের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কবির আহাম্মদ জানান, রাতে এ শিবিরের বি ব্লকের ড্রেনের পাশে একটি মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। লাশের চোখে-মুখে আঘাতের চিহ্ন রয়েছে।

এসআই আরও জানান, নূর কবির মাদকাসক্ত ছিল বলে খবর পেয়েছি। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজারে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তার মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।


এনডিএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।