বিএনপিতে আছি, বিএনপিতেই থাকব

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০৫:৪০ পিএম, ১৩ মার্চ ২০১৯

ভৈরব উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় যুবদল নেতা আল-মামুনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি ভৈরব উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন।

১১ মার্চ বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে আল-মামুনকে বহিষ্কার করা হলো।

বিএনপির ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক শরীফুল আলমসহ কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে এই চিঠির অনুলিপি দেয়া হয়েছে।

বহিষ্কৃত আল-মামুন বর্তমানে ভৈরব উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। এবারের উপজেলা পরিষদ নির্বাচনে একই পদে প্রার্থী হয়ে এলাকায় প্রচারণা চালাচ্ছেন। তার এবারের মার্কা টিউবওয়েল। তিনি দলের আদেশ অমান্য করে নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন।

এ বিষয়ে আল-মামুন বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ ভাইস চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী দেয়নি। কাজেই আমি নৌকা মার্কার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছি না। তবে নির্বাচনে দলীয় নিষেধ ছিল সত্য। কিন্তু আমি এলাকাবাসী ও জনগণের অনুরোধে এবারও ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। পদের প্রতি কোনো লোভ-লালসা আমার নেই।

তিনি আরও বলেন, গত পাঁচ বছর ধরে এই পদে সৎভাবে থেকে বেতন-ভাতা যা পেয়েছি তা এলাকার গরিব-দুঃখী মানুষসহ মসজিদ মাদরাসায় দিয়ে দিয়েছি। জনগণের সেবা করতে নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমাকে দল থেকে বহিষ্কার করলেও আমি দলের আদর্শে বিশ্বাসী। বহিষ্কার করলেও বিএনপিতেই আছি, ভবিষ্যতে বিএনপিতেই থাকব।

আসাদুজ্জামান ফারুক/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।