প্রতিহিংসার আগুনে পুড়ে মরলো গরু দুটো

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শ্রীপুর (গাজীপুর)
প্রকাশিত: ০১:৩৯ পিএম, ১৮ মার্চ ২০১৯
ফাইল ছবি

গাজীপুরের শ্রীপুরে প্রতিপক্ষের দেয়া আগুনে এক কৃষকের দুটি গরু পুড়ে মারা গেছে। রোববার রাতে তালতলী গ্রামে মৃত মনিরুজ্জামানের ছেলে ছাইদুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

কৃষক ছাইদুল ইসলাম জানান, তার সঙ্গে একই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে সবুজ, মহর আলীর ছেলে নুরুল ইসলাম ও রুসমত আলীর ছেলে শফিকুলের কয়েক বছর ধরে জমি নিয়ে বিরোধ চলছে। ইতোপূর্বে তার ২৮টি হাঁস বিষপ্রয়োগ করে হত্যা করেছে প্রতিপক্ষরা। এছাড়াও গবাদি পশুর খাবারের জন্য স্তূপ করে রাখা খড়ে আগুন দিয়েছে। এ নিয়ে বিভিন্ন সময় তিনি শ্রীপুর থানায় একাধিক অভিযোগ দিয়েছেন। তার ধারণা ক্ষিপ্ত হয়ে তারাই গত রাতে গোয়াল ঘরে আগুন দেয়। এতে তার দুটি গরু পুড়ে মারা যায়।

তিনি আরও জানান, এ ঘটনায় তাদের অভিযুক্ত করে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এদিকে অভিযুক্তদের বক্তব্যের জন্য তাদের বাড়িতে গেলে পাওয়া যায়নি।

এ বিষয়ে শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম জানান, এ বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে, পশুর প্রতি নির্মমতার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

শিহাব খান/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।