কিশোরগঞ্জে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৪:৫৯ পিএম, ২১ মার্চ ২০১৯
প্রতিকী ছবি

কিশোরগঞ্জের হোসেনপুরে হত্যা মামলায় মো. আক্তার হোসেন নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও তাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মামলার অপর দুই আসামিকে ১০ মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে।

বৃহস্পতিবার কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহিম আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর দুই আসামি ফরহাদ ও কামরুন্নেছাকে বেকসুর খালাস দেয়া হয়।

মামলার বিবরণে জানা গেছে, ২০১১ সালের ১৯ জুলাই বিকেলে হোসেনপুর উপজেলার চরপুমদী গ্রামে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে মো. শহীদুল্লাহ নামে এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় নিহতের ছেলে জহিরুল ইসলাম বাদী হয়ে হোসেনপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

নূর মোহাম্মদ/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।