বগুড়ায় সাবেক এমপিকে অবাঞ্ছিত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৯:১১ এএম, ২৬ এপ্রিল ২০১৯

 

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা সভাপতি সাইফুল ইসলামকে শোকজ এবং যুগ্ম সম্পাদক পরিমল চন্দ্র দাস ও প্রকাশনা সম্পাদক শাহ মেহেদী হাসান হিমুকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়ার প্রতিবাদে জেলা বিএনপির কার্যালয়ে তালা দিয়েছে নেতাকর্মীরা। এ সময় তারা বিক্ষোভ জানিয়ে সাবেক এমপি গোলাম মো. সিরাজকে বগুড়ায় অবাঞ্ছিত ঘোষণা করে।

নেতাকর্মীরা জানান, বৃহস্পতিবার রাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বগুড়া জেলা বিএনপির নেতাদের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দলের নেতাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এ ঘটনার কৈফিয়ত চেয়ে জেলা সভাপতি ভিপি সাইফুল ইসলামকে কারণ দর্শাও নোটিশ প্রদান করা হয় ।

একই সঙ্গে যুগ্ম সম্পাদক পদ থেকে পরিমল চন্দ্র দাস ও প্রকাশনা সম্পাদকের পদ থেকে মেহেদী হাসান হিমুকে অব্যাহতি দেয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। দলের এ সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা রাতে জেলা বিএনপির কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন।

তারা বলেন, শোকজ ও অব্যাহতির দলীয় সিদ্ধান্ত প্রত্যাহার না করা পর্যন্ত বিএনপির অফিস বন্ধ থাকবে। একই সঙ্গে তারা সংস্কারপন্হী হিসেবে পরিচিত সাবেক এমপি গোলাম মো. সিরাজকে বগুড়ায় অবাঞ্ছিত ঘোষণা করেন।

এ সময় জেলা বিএনপি নেতা আলীমুর রাজি তরুন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহাবুল আলম পিপলু, শহর সভাপতি মাহবুব হাসান লেমন, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পশারী হিরু, যুবদল নেতা সুমন সরদার, ফারুকুল ইসলাম প্রমুখ।

লিমন বাসার/এমএসএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।