কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আগুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৫:৫৫ পিএম, ০৫ মে ২০১৯
ফাইল ছবি

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২ এর ভেতর ক্যান্টিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত ১টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মিরাজুল ইসলাম জানান, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর ভেতর ক্যান্টিনে আগুন লাগে। খবর পেয়ে ডিবিএল ফায়ার সার্ভিসের ১টি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। আগুনে ওই ক্যান্টিনে থাকা মালামাল ও আসবাবপত্র পুড়ে আনুমানিক ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটনা ঘটেনি।

তিনি আরও জানান, আগুন ছড়িয়ে পড়ার আগেই ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

আমিনুল ইসলাম/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।