ভাড়া বাসায় যুবকের ঝুলন্ত মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শ্রীপুর (গাজীপুর)
প্রকাশিত: ০৫:৩০ পিএম, ০৬ মে ২০১৯

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার কেওয়া পূর্বখণ্ড গ্রামের একটি ভাড়া বাসা থেকে শিহাব (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শ্রমিক শিহাব জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার নয়াগ্রামের সিরাজুল হকের ছেলে। তিনি স্ত্রীসহ পৌর এলাকার বুলবুলের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি কারখানায় কাজ করতেন।

শ্রীপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, নিহতের স্ত্রী সম্প্রতি এইচএসসি পরীক্ষায় অংশ নেয়ার জন্য বাড়িতে চলে যান। এরপর থেকে শিহাব একাই বাড়িতে থাকতেন। সোমবার সকালে তার কোনো সাড়া না পেয়ে বাড়ির মালিক থানায় খবর দেন। পরে পুলিশ এসে তার শোবার ঘর থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, আত্মহত্যার কারণ জানা যায়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শিহাব খান/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।