টঙ্গীতে আগুনে পুড়ল শতাধিক ঝুটের গুদাম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৯:৪১ এএম, ০৭ মে ২০১৯
প্রতীকী ছবি

গাজীপুর মহানগরীর টঙ্গীর দত্তপাড়া কলাবাগান এলাকার ঝুট পল্লীতে অগ্নিকাণ্ডে প্রায় শতাধিক ঝুটের গুদাম পুড়ে গেছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে টঙ্গী ও উত্তরার ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ২টার দিকে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।

টঙ্গী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. কবিরুল আলম জানান, রাত ৮টা ৫৫মিনিটে তারা অগ্নিকাণ্ডের খবর পান। খবর পেয়ে টঙ্গী স্টেশনের চারটি এবং উত্তরা ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি। আগুনে প্রায় শতাধিক ঝুটের গুদাম ও গুদামে থাকা মালামাল পুড়ে গেছে।

স্থানীয় ঝুট ব্যবসায়ী আকরাম হোসেন জানান, টঙ্গীর দত্তপাড়া কলাবাগান এলাকার স্থানীয় শিবু কাউন্সিলরের ৪/৫ বিঘা জমিতে প্রায় দুই শতাধিক ঝুটের গুদাম নিয়ে ঝুট পল্লী গড়ে উঠেছে। পবিত্র রমজানের প্রথম তারাবির নামাজের সময় মুসল্লিরা যখন মসজিদে ছিলেন ঠিক তখনি এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঝুট ব্যবসায়ীদের সঙ্গে শত্রুতার কারণেও পরিকল্পিতভাবে এ আগুন লাগানো হয়েছে বলে ব্যবসায়ীরা ধারণা করছেন। তারা এর সঠিক তদন্ত দাবি করেন।

আমিনুল ইসলাম/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।