ব্রাহ্মণবাড়িয়ায় মাদকসহ জামাই-শাশুড়ি ধরা
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ফেনসিডিল ও ইয়াবা ট্যাবলেটসহ জামাই-শাশুড়িকে আটক করেছে র্যাব।বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মিধারাবাদ এলাকায় অভিযান চালিয়ে র্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা তাদের আটক করেন।
আটকরা হলেন- রফিক মিয়া (২৭) ও তার শাশুড়ি রাফিয়া খাতুন (৪০)। তাদের বাড়ি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার কালিকাপুর গ্রামে।
সন্ধ্যায় র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার রাফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ও জ্যেষ্ঠ সহকারী পরিচালক চন্দন দেবনাথের নেতৃত্বে একটি আভিযানিক দল মিধারাবাদ এলাকায় অভিযান চালায়। এ সময় ৮১ বোতল ফেনসিডিল, ১৬ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির এক লাখ ২৫ হাজার ৩০০ টাকাসহ ওই জামাই-শাশুড়িকে আটক করা হয়। এ ঘটনায় বিজয়নগর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আজিজুল সঞ্চয়/আরএআর/এমকেএইচ