ব্রাহ্মণবাড়িয়ার দুই উপজেলায় ১১ প্রার্থীর মনোনয়ন জমা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৪:০৮ পিএম, ২১ মে ২০১৯

পঞ্চম ধাপে আগামী ১৮ জুন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার এ দুই উপজেলায় প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিন ছিল। এদিন তিন পদে মোট ১১ জন প্রার্থী সংশ্লিষ্ট উপজেলার রিটার্নিং কর্মকর্তার কাছে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এর মধ্যে বিজয়নগর উপজেলা থেকে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী তানভীর ভূঁইয়া, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নাসিমা লুৎফুর রহমানসহ তিনজন এবং ভাইস চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

অন্যদিকে বাঞ্ছারামপুর উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সিরাজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান পদে সাইদুল ইসলাস বকুল ভূঁইয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জলি আমিন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

আজিজুল সঞ্চয়/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।