ঈদের পরদিন থেকে ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৪:১৬ পিএম, ২৮ মে ২০১৯

ঈদের পরদিন থেকে বগুড়ায় পূর্ব ঘোষিত পরিবহন ধর্মঘট কর্মসূচি প্রত্যাহার করেছে জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক যৌথ কমিটি। মঙ্গলবার বেলা ১২টায় সংগঠনের বিশেষ জরুরি সভায় এ ঘোষণা দেয়া হয়।

জেলা মোটর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে সভায় ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান আকন্দ।

তিনি বলেন, জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক যৌথ কমিটির যুগ্ম সম্পাদক, জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র আমিনুল ইসলাম সম্প্রতি হত্যা মামলার আসামি হয়ে কারাগারে গেছেন। কিন্তু তাকে কোনো আইনজীবী আইনি সহায়তা দিচ্ছেন না। এ কারণে ২৩ মে সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মসূচি ঘোষণা করা হয়।

এ বিষয়ে জেলা বার সমিতির নেতৃবৃন্দের সঙ্গে পরিবহন নেতৃবৃন্দ আলোচনা হয়েছে বলে জানা গেছে। আলোচনায় অ্যাডভোকেট শাহীন হত্যা মামলায় গ্রেফতারকৃত আসামি আমিনুলের জামিন শুনানিতে অংশগ্রহণ না করার জন্য কোনো সিদ্বান্ত তারা নেয়নি বলে জানান তারা। ব্যক্তিগতভাবে কেউ জামিন শুনানিতে অংশগ্রহণ না করে থাকে এ সম্পর্কে তাদের জানা নেই। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এবং জনদুর্ভোগের কথা চিন্তা করে পূর্বঘোষিত পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেন পরিবহন নেতৃবৃন্দ।

সভায় উপস্থিত ছিলেন বগুড়া মোটর মালিক গ্রুপের সভাপতি শাহ আখতারুজ্জামান ডিউক, বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সামছুদ্দিন শেখ হেলাল, আব্দুল মান্নান মন্ডল, কামরুল মোর্শেদ আপেল, আলাল উদ্দিন, খলিলুর রহমান, এরশাদ শেখ, মোশারফ হোসেন বুলবুল, আনোয়ার হোসেন রানা, আব্দুল্লাহ আল মামুন মিলু, রাসেল মন্ডলসহ পরিববহন নেতৃবৃন্দ।

লিমন বাসার/এমএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।