অস্ত্রসহ শীর্ষ জলদস্যু ফরিদ কমান্ডার গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১২:২৯ পিএম, ১৮ জুন ২০১৯

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াসহ নদী পথের ত্রাস শীর্ষ জলদস্যু ফরিদ কমান্ডারকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে কোস্টগার্ড। মঙ্গলবার ভোরে হাতিয়ার সোলেমান বাজার এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে চারটি বন্দুক, তিন রাউন্ড গুলি, একটি চাপাতি ও একটি ছুরিসহ অস্ত্র তৈরির বেশ কিছু সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। গ্রেফতার ফরিদ কমান্ডার লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগাজী গ্রামের সালেহ আহমদের ছেলে।

মঙ্গলবার সকাল ৯টায় নোয়াখালী সার্কিট হাউসে হাতিয়া কোস্টগার্ডের সহকারী পরিচালক (গোয়েন্দা) লে. এম হামিদুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, ফরিদ কমান্ডার নদী পথে ডাকাতি, হত্যা, ধর্ষণ ও অপহরণ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে নোয়াখালী সদর, সুবর্ণচর, হাতিয়া ও লক্ষ্মীপুরের বিভিন্ন থানায় হত্যা, ধর্ষণ, জেলে অপহরণসহ বিভিন্ন অপরাধে ২২টিরও বেশি মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় হাতিয়া থানায় আরও একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মিজানুর রহমান/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।