এমপি রণজিত রায়ের সংবাদ বয়কট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৮:৫৪ পিএম, ২৮ জুন ২০১৯

যশোরের বাঘারপাড়া উপজেলায় স্থানীয় সংসদ সদস্য রণজিত কুমার রায় ও যুবলীগের ইতিবাচক সকল কর্মসূচির সংবাদ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় সাংবাদিকরা। তিন মাস পার হলেও যুবলীগ নেতা কর্তৃক বাঘারপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চন্দন দাসের ওপর হামলার বিষয়ে কোনো ব্যবস্থা না নেয়ার প্রতিবাদ হিসেবে শুক্রবার বাঘারপাড়া প্রেসক্লাবের নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বাঘারপাড়া প্রেসক্লাবের সভাপতি ইকবাল কবীর জানান, গত ২৫ মার্চ বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চন্দন দাসের ওপর হামলা চালায় উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লিটন। বিষয়টির সুরহার জন্য এমপি রণজিৎ কুমার রায়কে অনুরোধ জানানো হয়। আরও অনেকেই বলেছেন বিষয়টি নিয়ে তিনি (এমপি) কালক্ষেপণ করেন বলে স্থানীয় সাংবাদিকদের কাছে প্রতীয়মান হয়েছে।

সর্বশেষ গত ২৩ জুন বাঘারপাড়া উপজেলা যুবলীগের আহ্বায়ক রাজিব রায় সাংবাদিক চন্দন দাসকে মুঠোফোনে আশ্বস্ত করেন তিনি বিষয়টি দ্রুত নিস্পত্তি করবেন। রাজিব রায়ও পরে আর যোগাযোগ করেননি। এর আগে যুবলীগের সাবেক সভাপতি বর্তমান ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ, ধলগ্রাম ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সুবাস দেবনাথ অভিরামসহ কয়েকজন আওয়ামী লীগ নেতাকে অনুরোধ জানানো হয়। তাদের কেউই কোনো উদ্যোগ নেননি।

দীর্ঘ সময় পার হলেও স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতৃবৃন্দ এ বিষয়ে কোনো ব্যবস্থা না নেয়ায় শুক্রবার বাঘারপাড়া প্রেসক্লাবের নির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে, যতদিন বিষয়টির সম্মানজনক মীমাংসা না হবে ততদিন স্থানীয় সংসদ সদস্য রণজিৎ কুমার রায় ও যুবলীগের সংবাদ প্রকাশ করা হবে না।

বাঘারপাড়া প্রেসক্লাবের সভাপতি ইকবাল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন প্রেক্লাবের সহ-সভাপতি কেএম শরাফত উদ্দীন, সাধারণ সম্পাদক চন্দন দাস, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, দপ্তর সম্পাদক হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ তরুণ মন্ডল, নির্বাহী সদস্য আব্দুর রব, সাইদ ইবনে হানিফ, মঞ্জুর মুর্শিদ প্রমুখ।

মিলন রহমান/এমএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।