ঢাকা-সিলেট-কুমিল্লা-চট্টগ্রাম রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৯:৩১ পিএম, ২৪ জুলাই ২০১৯

ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কে তিন চাকার যানবাহন বন্ধসহ সাত দফা দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্যপরিষদ।

বুধবার বিকেলে জেলা শহরের মেড্ডাস্থ জেলা বাস-মিনিবাস মালিক সমিতির কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক সমাবেশে এ ধর্মঘটের ডাক দেয়া হয়।

জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি হাজী জসিম উদ্দিন জমশেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি উমর ফারুক জীবন, বাস মিনিবাস মালিক সমিতির সহ-সভাপতি কাজী আজাদ, যুগ্ম সম্পাদক শাহাদাৎ হোসেন বাবুল, লোকাল বাস পরিচালনা কমিটির সভাপতি মো. আবুল বাশার ও সাধারণ সম্পাদক নিয়ামত খান প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, জেলার সড়ক-মহাসড়কে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত তিন চাকার যানবাহনসহ অবৈধ যানবাহনের চলাচল বৃদ্ধি পেয়েছে। আদালতের নির্দেশনা অমান্য করে ওসব নিষিদ্ধ যান চলাচলের কারণে সড়ক দুর্ঘটনার হার বেড়েছে। সাত দফা দাবি বাস্তবায়নের জন্য প্রশাসনকে আলটিমেটাম দেয়া হয়েছিল। কিন্তু দাবি বাস্তবায়নে উদ্যোগ না নেয়ায় বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট চলবে। ধর্মঘটের সময় ঢাকা-সিলেট, কুমিল্লা সিলেট ও চট্টগ্রাম-সিলেট মহাসড়কসহ সব আঞ্চলিক সড়কে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ থাকবে।

এর আগে গত ২০ জুলাই ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে সাত দফা দাবি তুলে ধরে জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। ২৫ জুলাইয়ের মধ্যে সাত দফা দাবি না মেনে নিলে ধর্মঘটের হুঁশিয়ারি দেয়া হয় সংবাদ সম্মেলনে।

আজিজুল সঞ্চয়/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।