ওষুধভর্তি কাভার্ডভ্যানে আগুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৭:৫৭ পিএম, ০১ আগস্ট ২০১৯

গাজীপুরে একটি ওষুধ কোম্পানির কাভার্ডভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে মহানগরীর চান্দনা চৌরাস্তার পূর্ব পাশে ঢাকা-জয়দেবপুর সড়কে দাঁড়িয়ে থাকা ওই কাভার্ডভ্যানটিতে হঠাৎ আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভায়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম কাউসার আহমেদ চৌধুরী জানান, চট্টগ্রামের অ্যালবিন ফার্মাসিটিক্যাল লিমিটেড ওষুধ কারখানার ওষুধভর্তি একটি কাভার্ডভ্যান (ঢাকা-মেট্রো-ম-৫১-২০৮৬) চান্দনা চৌরাস্তা এলাকায় রাস্তার পাশে দাঁড় করানো ছিল।

কাভার্ডভ্যানটির ইঞ্জিন থেকে হঠাৎ করে আগুনে সূত্রপাত হয়। পরে আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে।
আগুনে কাভার্ডভ্যানটি সম্পূর্ণ পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভায়। যান্ত্রিক ত্রুটির কারণে কাভার্ডভ্যানটিতে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।

আমিনুল ইসলাম/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।