আশুলিয়ায় ফেনসিডিলসহ যুবলীগ নেতা আটক

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সাভার (ঢাকা)
প্রকাশিত: ১১:৩৪ পিএম, ০৩ আগস্ট ২০১৯
প্রতীকী ছবি

সাভারের আশুলিয়ায় ফেনসিডিলসহ পাথালিয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সুমন পন্ডিতকে (৩৫) আটক করেছে পুলিশ। এ সময় তার সহযোগী মিলন মাহমুদকেও (২৪) আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

শনিবার সন্ধ্যায় আশুলিয়ার নয়ারহাট এলাকা থেকে তাদেরকে আটক করে পুলিশ। পুলিশ জানায়, আশুলিয়ার পাথালিয়া এলাকায় যুবলীগ নেতা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় নয়ারহাট এলাকায় অভিযান চালিয়ে এক সহযোগীসহ যুবলীগ নেতাকে আটক করা হয়।

আরও পড়ুন>> নারী ও ফেনসিডিলসহ ছাত্রলীগ নেতা ধরা

বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন শেখ বলেন, এ ঘটনায় মাদক আইনে একটি মামলার প্রস্তুতি চলছে ।

আল-মামুন/এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।