রাজবাড়ীতে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৯:২৫ পিএম, ২৬ আগস্ট ২০১৯

রাজবাড়ীর পাংশা উপজেলায় নাজমুল হক নামের এক ব্যাক্তিকে পিটিয়ে হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ডের আদেশ দেয়া হয়।

সোমবার বিকেলে রাজবাড়ীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাসুদ করিম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন পাংশার পাট্টা ইউনিয়নের চরকুলটিয়া গ্রামের মৃত আজাহার মন্ডলের ছেলে ইউনুস আলী মন্ডল, চরকুলটিয়া গ্রামের মৃত নুয়াই মন্ডলের ছেলে হুমায়ন মন্ডল ওরফে হুমাইয়া এবং বালিয়াকান্দির রাজধারপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে ফিরোজ।

নিহত নাজমুল হক জেলার পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের দক্ষিণ কুমিরাজ গ্রামের জহুরুল হক বিশ্বাসের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৯ সালে ১৮ জুন রাতে ইউনুস আলী মন্ডল ও তার সহযোগীরা নাজমুলকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় নাজমুলের বাবা পাংশা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত সোমবার এই রায় দেন।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে ইউনুস আলী মন্ডল পলাতক রয়েছেন।

রুবেলুর রহমান/এমবিআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।