৩২৫ টাকাসহ ৫ জুয়াড়ি আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৫:৩০ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০১৯

রাজবাড়ীর বালিয়াকান্দিতে জুয়ার বোর্ডে অভিযান চালিয়ে নগদ ৩২৫ টাকা ও তাসসহ পাঁচ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর উত্তরপাড়া চৌরাস্তা ক্লাবের সামনে জুয়ার বোর্ড থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর গ্রামের নুর হোসেন মিয়ার ছেলে মো. জসিম উদ্দিন (৪০), মজিদ খন্দকারের ছেলে বাবুল খন্দকার (৫০), কাদের মল্লিকের ছেলে মনিরুজ্জামান (৫০), ইয়াকুব্বর ওরফে অতুলের ছেলে মো. আসলাম (৩৫) ও তায়জুল ইসলামের ছেলে রবিউল ইসলাম ফিরোজ (৪০)।

বালিয়াকান্দি থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. ওবায়েদুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নগদ ৩২৫ টাকা ও তাসসহ পাঁচজনকে আটক করা হয়। শনিবার তাদের জুয়া আইনের মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।