বগুড়ায় আ.লীগ সভাপতিকে নিয়ে বিএনপির এমপির সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৫:৪৯ পিএম, ০১ অক্টোবর ২০১৯

দৃশ্যমান উন্নয়নের দাবি জানিয়ে বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোহাম্মদ সিরাজ (জিএম সিরাজ) সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ২০০৬ সালের পর থেকে বগুড়ায় দৃশ্যমান অবকাঠামোগত কোনো উন্নয়ন হয়নি উল্লেখ করে সংবাদ সম্মেলনে ৮ দফা দাবি পেশ করা হয়।

বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মকবুল হোসেন উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত সাংবাদিকদের মধ্যেই মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

বিষয়টির ব্যাখ্যা দিয়ে সংসদ সদস্য জিএম সিরাজ জানান, বগুড়ার উন্নয়নের স্বার্থে জনপ্রতিনিধি হিসেবে তিনি সব দলের নেতাদেরই সংবাদ সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছিলেন। তবে অন্যকোনো দলের নেতা না এলেও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি উপস্থিত হয়েছেন। বগুড়ার উন্নয়নের স্বার্থে এটি ইতিবাচক।

সংবাদ সম্মেলনে জিএম সিরাজ বলেন, ১৯৯৫ সালে বিএনপি সরকারের আমলে এরুলিয়ায় ১১০ একর জমিতে বিমানবন্দর নির্মাণ কাজ হয়। সেখানে অবকাঠামো নির্মাণ করা হলেও বিমানবন্দর চালু করা যায়নি। একই সময় পরিকল্পনা কমিশনের অনুমোদনে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ কাজ শুরু হলেও আজ পর্যন্ত সেই কাজ শেষ হয়নি।

করতোয়া নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ব্যাপারে জিএম সিরাজ বলেন, শহরের মধ্য দিয়ে প্রবাহিত এই নদী দখল এবং দূষণের শিকার, নদী তীরের প্রায় সাড়ে ৫ একর জমি দখল হয়েছে। ৩১ জন দখলদার চিহ্নিত করা হলেও জেলা প্রশাসন তাদের উচ্ছেদ করতে পারেনি। দিন দিন দখলদার বাড়ছে।

তিনি বলেন, ২০০৩ সালে শহীদ চান্দু স্টেডিয়ামটি আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু হিসেবে যাত্রা শুরু করে। কিন্তু বিগত ১৩ বছর এই স্টেডিয়ামে কোনো ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়নি।

শহীদ জিয়াউর মেডিকেল কলেজ হাসপাতালের অব্যবস্থাপনা, অনিয়ম ও অসঙ্গতির বিষয় উল্লেখ করে সংবাদ সম্মেলেন বলা হয়, হাসপাতালের অবস্থা খুবই নাজুক। নোংরা পরিবেশে হাসপাতালে এডিস মশা জন্ম নিচ্ছে। হাসপাতালে দালালদের দৌরাত্ম বেড়েছে। দালালদের কারণে ৪-৫ গুণ বেশি দামে ওষুধ কিনতে হচ্ছে।

সংবাদ সম্মেলনে ১৯৭২ সালে নির্মিত করতোয়া নদীতে রেল সেতুটি পুনর্নির্মাণ, শহরের ভেতর থেকে রেললাইন স্থানান্তর এবং ১৮৭৬ সালে স্থাপিত বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করণের দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেন বলেন, সারাদেশের মতো বগুড়াতেও সরকার উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে। তারপরও বগুড়ার কাঙ্ক্ষিত উন্নয়নের জন্য আরও কিছু দাবি রয়েছে। আগামীতে নিশ্চয় এসব উন্নয়ন প্রকল্পের কাজও শুরু হবে।

সংবাদ সম্মেলন শেষে তিনি সাংবাদিকদের জানান, জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে নয়, তিনি বগুড়া জেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে সংসদ সদস্য জিএম সিরাজের এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।