৫৮ লাখ টাকার স্বর্ণের বারসহ ভারতীয় নাগরিক গ্রেফতার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৯:৫৫ পিএম, ২৪ অক্টোবর ২০১৯

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১০টি স্বর্ণের বারসহ গোপাল সরকার (৬০) নামে ভারতীয় এক নাগরিককে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার দুপুরে সীমান্তের দৌলতপুর বিওপি পোস্টের উত্তর পাশের মাঠ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার গোপাল সরকার ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ থানার কালিয়ানি গ্রামের মৃত শিবু সরকারের ছেলে।

খুলনা ২১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানা যায় ভারতীয় এক নাগরিক বিপুল পরিমাণ স্বর্ণের বার ভারতে পাচার করবে। এ সময় দৌলতপুর বিওপির টহল দল সীমান্তে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে তাকে তল্লাশি করে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার মূল্য ৫৮ লাখ ৫১ হাজার টাকা। গোপাল সরকারের বিরুদ্ধে মামলা দিয়ে স্বর্ণের বারসহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

জামাল হোসেন/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।