প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীকে যৌন হয়রানি শিক্ষকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৬:৫৫ পিএম, ১২ ডিসেম্বর ২০১৯
প্রতীকী ছবি

নোয়াখালীর হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের আলী আহম্মেদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মনির উদ্দিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছে দশম শ্রেণির এক ছাত্রী।

বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে বিদ্যালয়ে এ যৌন হয়রানির ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক মনির উদ্দিনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী ছাত্রী।

ওই ছাত্রীর অভিযোগ, বুধবার প্রাইভেট পড়ানো শেষে সবাইকে ছুটি দিয়ে কৌশলে ওই ছাত্রীকে বসিয়ে রাখেন শিক্ষক মনির। অন্য ছাত্রীরা চলে যাওয়ার পর ওই ছাত্রীর যৌন হয়রানি করেন তিনি।

ছাত্রীর ভাষ্য, দীর্ঘদিন ধরে আমাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন শিক্ষক মনির উদ্দিন। এতে রাজি না হওয়ায় যৌন হয়রানি করেন তিনি।

অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরে আলম বলেন, বুধবার রাতে মাকে সঙ্গে নিয়ে এসে লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী ছাত্রী। অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি থানা পুলিশকেও জানানো হয়েছে।

মিজানুুুর রহমান/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।