পার্লারের মেয়াদোত্তীর্ণ প্রসাধনীতে ঝলসে গেল গৃহবধূর মুখ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০১:১১ এএম, ২০ ডিসেম্বর ২০১৯

নোয়াখালীর সদরে এক বছর আগে মেয়াদ শেষ হওয়া প্রসাধনীসামগ্রী দিয়ে রূপচর্চা করানোর অপরাধে তিন পার্লারকর্মীকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযোগে রোজ বিউটি পার্লার নামক ওই পার্লারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন, পার্লারের মালিক নাসিমা আক্তার (৪০), পার্লারকর্মী সিমু (২২), সূচি (২০)।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রোকনুজ্জামান খান এ আদালত পরিচালনা করেন। আদালত পরিচালনায় সহযোগিতা করে সুধারাম থানার পুলিশ।

p

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক মাসের কারাদণ্ড ও ৩০ হজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা হয় মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন পণ্য।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, এক প্রবাসী স্ত্রীর অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। সন্ধ্যায় ওই গৃহবধূ একটি গায়ে হলুদের অনুষ্ঠানে যাওয়ার জন্য সদরের নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন রোজ বিউটি পার্লারে সাজতে গেলে মেয়াদোত্তীর্ণ প্রসাধনী দিয়ে তার রুপচর্চা করা হয়।

p

ওই সময় গৃহবধূ জানান, তার মুখ প্রচণ্ড জ্বলছে। তখন পার্লারকর্মীরা জানান এটা তেমন কিছু না। পরে মেকআপ তুলে ফেললে দেখা যায় তার মুখ আগুনে পোড়ার মতো ঝলসে গেছে।

অভিযানের পাশাপাশি ক্রেতা ও গ্রাহকদের সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন অভিযান পরিচালনাকারীরা।

মিজানুর রহমান/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।