ফেসবুকে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৩:৪৬ পিএম, ১৩ এপ্রিল ২০২০

‘সেনাবাহিনীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট’ খুলে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সোমবার তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

গ্রেফতারকৃত সিয়াম হোসাইন (২০) বগুড়ার গাবতলী উপজেলার জাগুলি গ্রামের মোস্তাফিজার রহমানের ছেলে।

‘বাংলাদেশ সেনাবাহিনী’ নামে একটি ফেসবুক আইডি থেকে বিভিন্ন ধরনের পোস্ট দেখতে পায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার মনিটরিং ইউনিট। এরপর তারা প্রাথমিক অনুসন্ধান শেষে বগুড়া জেলা পুলিশকে বিষয়টি জানায়।

এরপর সাইবার পুলিশ বগুড়া ইউনিটের পরিদর্শক এমরান মাহমুদ তুহিনের নেতৃত্বে রোববার রাতে জেলার গাবতলী থানাধীন জাগুলি গোলাপাড়া গ্রামে অভিযান চালিয়ে সিয়ামকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃত সিয়াম বিভিন্ন সময় তার নিজস্ব ডিভাইসের মাধ্যমে নিজের পরিচয় গোপন রেখে সামরিক বাহিনীর নামে পোস্ট দিয়ে আসছেন। গ্রেফতারের পর তার কাছে থেকে একটি স্মার্টফোন ও পাঁচটি সিমকার্ড উদ্ধার করা হয়। এ বিষয়ে সোমবার বগুড়া সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

সাইবার পুলিশ বগুড়া ইউনিটের পরিদর্শক এমরান মাহমুদ বলেন, সিআইডির সাইবার পুলিশ সেন্টার নিয়মিত সাইবার মনিটরিং করে। সেটা করতে গিয়ে তারা ‘বাংলাদেশ সেনাবাহিনী’ নামে একটি ফেসবুক পেজ দেখতে পায়। সেখান থেকে বিভিন্ন ধরনের তথ্য ছড়ানোর প্রমাণ পাওয়া যায়। প্রাথমিক অনুসন্ধানে ফেসবুক পেজটি বগুড়া থেকে পরিচালিত হচ্ছে, এমনটা বগুড়া জেলা পুলিশকে নিশ্চিত করা হয়। পরে অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেফতার করা হয়।

এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।