ফরিদপুরে আরও দুইজন করোনায় আক্রান্ত
ফরিদপুরে আরও দুইজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো চারজনে। শুক্রবার (১৭ এপ্রিল) রাতে ফরিদপুরের সিভিল সার্জন ডা. সিদ্দিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, আক্রান্ত দুজনের মধ্যে একজন নারী। তিনি জেলার নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ডাঙ্গীনগরকান্দা গ্রামের বাসিন্দা। তার স্বামীর শরীরেও গত ১৩ এপ্রিল করোনা পজিটিভ ধরা পড়ে। ধারণা করা হচ্ছে- স্বামীর মাধ্যমেই ওই নারী সংক্রমিত হয়েছেন। অপরজনের বাড়ি জেলার বোয়ালমারী উপজেলার চন্দনী গ্রামে।
গত ১৩ এপ্রিল ফরিদপুরের নগরকান্দায় প্রখম দুইজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। ফলে ওই দিন সন্ধ্যায় নগরকান্দা উপজেলা লকডাউন ঘোষণা করে স্থানীয় প্রশাসন।
আরএআর/এমএস