দুইজনের করোনা শনাক্তের পর বগুড়া লকডাউন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বগুড়া
প্রকাশিত: ০২:৩০ পিএম, ২১ এপ্রিল ২০২০

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এবার বগুড়া জেলা লকডাউন ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভায় জেলা প্রশাসক ফয়েজ আহামদ এ ঘোষণা দেন।

তিনি বলেন, এরই মধ্যে জেলায় দুইজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে। নতুন করে যেন আর কেউ সংক্রমিত বা আক্রান্ত না হন সেজন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জেলা প্রশাসক বলেন, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বগুড়া জেলা লকডাউন থাকবে। তবে জরুরি সেবার যানবাহন লকডাউনের আওতামুক্ত থাকবে থাকবে।

আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।