ফরিদপুরে ৫৭ নমুনা পরীক্ষায় একজন পজিটিভ
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে করোনা শনাক্তের প্রথমদিনে একজনের পজিটিভ এসেছে। এই ল্যাবে প্রথম দিন পরীক্ষা হয়েছে ৫৭ জনের নমুনা।
ফরিদপুর মেডিকেল কলেজের চারতলায় ল্যাবে করোনা পরীক্ষার জন্য পিসিআর স্থাপন করা হয়। সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টা থেকে নমুনা সংগ্রহ করা হয়। প্রথমদিনে ৫৭ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে একজনের রিপোর্ট পজিটিভ হয়।
এ পর্যন্ত জেলার তিন উপজেলাতে পাঁচজনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এদের মধ্যে একজন নারী অন্য চারজন পুরুষ। জেলার নগরকান্দায় তিন, বোয়ালমারী এক এবং চরভদ্রাসনে একজন।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান বলেন, এ পর্যন্ত জেলায় পাঁচজনের করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে।
তিনি বলেন, ফমেকের প্রথম দিন ৫৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চরভদ্রাসন উপজেলার প্রথম করোনা রোগী শনাক্ত হলো।
চরভদ্রাসন উপজেলার নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা জানান, উপজেলার সদর ইউপির বালিয়াডাঙ্গী গ্রামের এক নারীর (২২) করোনা পজিটিভ এসেছে। আমরা ওই বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করেছি।
ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেন, ফরিদপুরের তিন উপজেলায় করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরকান্দায় তিনজন। এই কারণে ওই উপজেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। অন্যগুলো নজরদারিতে রাখা হয়েছে।
ফমেক সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ফরিদপুর সদরসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আক্রান্ত ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে। পরে আশপাশের কয়েকটি জেলার মানুষ এ সুবিধা পাবে।
প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ ল্যাবে করোনা শনাক্তের পরীক্ষা করা হবে। ল্যাবে প্রতিদিন ৯৪ নমুনা পরীক্ষা করা সম্ভব হবে। এরই মধ্যে নমুনা পরীক্ষার জন্য ঢাকা থেকে এক হাজার কিট এসে পৌঁছেছে ফরিদপুর মেডিকেল কলেজে।
ল্যাবের ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ এস এম খবিরুল ইসলাম। এছাড়া ল্যাব পরিচালনার জন্য তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির প্রধান হলেন কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক আশরাফুল আলম, প্যাথলজি বিভাগীয় প্রধান ওয়াদুদ মিয়া এবং বায়ো কেমিস্ট্রি বিভাগের বিভাগীয় প্রধান রেজাউল কাদের।
ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ এস এম খবিরুল ইসলাম বলেন, ফরিদপুরের সিভিল সার্জন ও মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের মাধ্যমে প্রাপ্ত নমুনা দিয়ে আমরা সোমবার সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু করেছি। প্রথমদিনে ৫৭ জনের পরীক্ষা করা হয়। এর মধ্যে একজন শনাক্ত হয়েছে।
তিনি আরও বলেন, ফরিদপুর জেলার মানুষের নমুনা পরীক্ষা দিয়ে শুরু করা হলেও পরে আশপাশের অন্যান্য জেলার মানুষের নমুনাও পরীক্ষা করা হবে।
বি কে সিকদার সজল/এএম/জেআইএম