সিদ্ধিরগঞ্জে করোনায় বৃদ্ধের মৃত্যু

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৫:৪৬ পিএম, ২১ এপ্রিল ২০২০
ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭০ বছর বয়সী এক পুরুষ মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে সিদ্ধিরগঞ্জের কাঁচপুর সাজেদা হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি নাসিক সিদ্ধিরগঞ্জের ৭ নম্বর ওয়ার্ডের আদমজী নগর কদমতলী এলাকায় বসবাস করতেন।

পরিবারের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) রুবেল হাওলাদার জানান, তিনি করোনার উপসর্গ নিয়ে অসুস্থ হলে তার নমুনা সংগ্রহ করা হয়। পরে (২০ এপ্রিল) নমুনায় তার দেহে করোনা ভাইরাসের উপস্থিতি (করোনা পজিটিভ) পাওয়া গেলে কাঁচপুর সাজেদা হাসপাতালে আইসোলেশন ভর্তি করা হয়।

দুপুরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ নিয়ে সিদ্ধিরগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাড়ালো ৪ জন, আক্রান্ত ২৭ জন।

হোসেন চিশতী সিপলু/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।