আ.লীগ নেতার স্ত্রী করোনায় আক্রান্ত, নয়জন হোম কোয়ারেন্টাইনে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৯:২৫ পিএম, ২১ এপ্রিল ২০২০
ফাইল ছবি

ফরিদপুরে এক আওয়ামী লীগ নেতার স্ত্রীর করোনা শনাক্ত হওয়ার পর দুই চিকিৎসককে হোম কোয়ারেন্টাইন করা হয়েছে। এছাড়া হোম কোয়ারেন্টাইন করা হয়েছে শহরের একটি বেসরকারি হাসপাতালের নার্স, আয়া, স্টাফসহ নয়জনকে। বর্তমানে আওয়ামী লীগের ওই নেতার পরিবার ঢাকায় অবস্থান করছেন।

জানা যায়, ফরিদপুর কোতোয়ালি আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মো. খলিফা কামাল উদ্দিনের স্ত্রীর গত রোববার (১৯ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে শহরের কমলাপুর মহল্লার বাড়িতে শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেয়। রাতেই শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। দুজন চিকিৎসক তাকে নিবিড় পর্যবেক্ষণ করে রাতেই ঢাকায় স্থানান্তর করেন।

ওই হাসপাতালের একজন পরিচালক ডা. আসম জাহাঙ্গীর চৌধুরী জানান, ওই আওয়ামী লীগ নেতার স্ত্রীর করোনা শনাক্ত হওয়ার খবর মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে তারা জানতে পারেন। এরপর বেসরকারি হাসপাতালে যেসব চিকিৎসক, নার্স ও স্টাফরা ওই নারীকে চিকিৎসা দিয়েছেন তাদের হোম কোয়ারেন্টাইন করা হয়েছে।

ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বেসরকারি ওই হাসপাতালে যে দুই চিকিৎসক এবং নয়জন নার্স, আয়া ও স্টাফ ওই নারীকে চিকিৎসা দিয়েছিলেন তাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে।

ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম রেজা জানান, কামাল সাহেবের পরিবারের করোনা আক্রান্তের খবর পেয়ে তার বাড়িটি লকডাউন করা হয়েছে। এছাড়াও তিনি তার যেসব ব্যবসা প্রতিষ্ঠানে গত কয়েক দিনে যাতায়াত করেছেন সেগুলো লকডাউনের নির্দেশ দেয়া হয়েছে।

এ পর্যন্ত জেলার তিনটি উপজেলায় পাঁচজন রোগীর করোনাভাইরাস পজিটিভ ধরা পড়েছে। এদের মধ্যে একজন নারী অন্য চারজন পুরুষ। জেলার নগরকান্দায় তিন, বোয়ালমারীতে একজন এবং চরভদ্রাসনে একজন।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দিকুর রহমান বলেন, এ পর্যন্ত জেলায় পাঁচজনের করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে।

বি কে সিকদার সজল/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।