বগুড়ায় আরও ৭ জন করোনাভাইরাসে আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৯:৪৯ এএম, ২৩ এপ্রিল ২০২০

বগুড়ায় নতুন করে এক শিশু ও নারীসহ সাতজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ১২ জনের করোনাভাইরাস শনাক্ত হলো। বুধবার (২২ এপ্রিল) রাতে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মুস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন।

নতুন আক্রান্তদের মধ্যে নন্দীগ্রামের ১২ বছরের এক কন্যা শিশু, শাজাহানপুরের ২৭ বছরের এক নারী, বগুড়া শহরের সবুজবাগ এলাকার ৪০ বছরের এক ব্যক্তি, সোনাতলা উপজেলার ৪৫ বছরের এক ব্যক্তি, সারিয়াকান্দি উপজেলার ২৮ বছরের এক যুবক, ধুনট উপজেলার ২২ বছরের এক যুবক ও দুপচাঁচিয়া উপজেলার ৬০ বছরের এক বৃদ্ধ রয়েছেন।

এর আগে গত ২১ এপ্রিল রাতে রাজশাহী মেডিকেল কলেজে করোনা পরীক্ষায় বগুড়ার সারিয়াকান্দি ও সোনাতলার এক নারীসহ তিনজনের পজিটিভ রিপোর্ট আসে। তারও আগে আদমদীঘি উপজেলার দুইজনের দেহে করোনা শনাক্ত হয়। করোনা শনাক্ত ওই পাঁচজনকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মুস্তাফিজুর রহমান রহমান তুহিন জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকল কলেজে গত ২১ এপ্রিল যে তিনটি নমুনার পরীক্ষা পুনরায় করতে বলা হয়েছিল সেইগুলোও বুধবার পজিটিভ এসেছে। গত ২০ এপ্রিল করোনা শনাক্তকরণ শুরু হওয়ার পর বুধবার পর্যন্ত মোট ৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সাতটি পজিটিভ এসেছে। যাদের করোনা পজিটিভ এসেছে তাদের ব্যাপারে স্বাস্থ্য বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

এদিকে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে অনির্দিষ্টকালের জন্য বগুড়াকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।

আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।