রূপগঞ্জে ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার দুই যাত্রী নিহত

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৬:৫৫ পিএম, ২৩ এপ্রিল ২০২০

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আধুরিয়া চেকপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নেত্রকোনা জেলার মদন উপজেলার চাঁনগাঁও এলাকার কালু মুন্সির ছেলে আলী মিয়া (৭০) ও বরিশাল জেলার সামসুল মিয়ার ছেলে তোফাজ্জল হোসেন (৩০)। দুর্ঘটনায় আরো একজন গুরুতর আহত হয়ছেন।

কাঁচপুর হাইওয়ে থানার এসআই জহিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের আধুরিয়া এলাকায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় সিএনজির দুই যাত্রী নিহত ও এক যাত্রী গুরুতর আহত হন। ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

মীর আব্দুল আলীম/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।