নারায়ণগঞ্জের চিকিৎসকদের জন্য ২০ লাখ টাকা দিলেন সেলিম ওসমান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৯:০৫ পিএম, ২৩ এপ্রিল ২০২০

নারায়ণগঞ্জের করোনা রোগীদের চিকিৎসা সেবা আরো জোরদার করতে খানপুর ৩০০ শয্যা হাসপাতালের চিকিৎসকদের থাকা খাওয়া, যাতায়াত ব্যবস্থাসহ আনুষঙ্গিক বিষয়াদির সার্বিক ব্যবস্থা করতে ২০ লাখ টাকা দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। পর্যায়ক্রমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসকের জন্যও একইভাবে উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি। প্রয়োজনে তিনি ব্যবসায়ীদের সহযোগিতা চাইবেন বলেও উল্লেখ করেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের মাধ্যমে খানপুর হাসপাতালের চিকিৎসদের জন্য ওই অর্থ তুলে দেয়া হয়েছে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা ও অতিরিক্ত জেলা পুলিশ সুপার ইমরান সিদ্দিকির মাধ্যমে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক শামসুদ্দোহা সঞ্চয়ের কাছে ১০ লাখ টাকা নগদ এবং ১০ লাখ টাকার চেক প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল, বিকেএমইএ’র সহ-সভাপতি (অর্থ) মোর্শেদ সারোয়ার সোহেল, পরিচালক জিএম ফারুক, ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাশেম শকু, নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক আসাদুজ্জানসহ অন্যরা।

এ সময় সেলিম ওসমান এমপি বলেন, আমাদের নারায়ণগঞ্জে করোনা আক্রান্ত রোগীদের যারা চিকিৎসা দেবেন সেই চিকিৎসকরাই সব থেকে বেশি আক্রান্ত হয়েছেন। এটা শুধু তাদের প্রয়োজনীয় মেডিকেল সামগ্রীর সাপোর্ট না পাওয়ার কারণে। এটা অত্যন্ত দুঃখজনক। ডাক্তারাই যদি আক্রান্ত হয়ে পড়েন তাহলে আমার নারায়ণগঞ্জের মানুষ চিকিৎসার জন্য কার কাছে যাব। আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে ডাক্তারদের প্রয়োজনীয় সব কিছুর ব্যবস্থা করার জন্য এই অর্থ প্রদান করলাম।

এ সময় তিনি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সরকারি অর্থায়নের পাশাপাশি প্রয়োজনের তাগিদে আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে যতটুকু সম্ভব সহযোগিতা নিয়ে এগিয়ে এসেছি। আপনাদের কাছে অনুরোধ এই ক্রান্তিলগ্নে আমার নারায়ণগঞ্জের মানুষদের বাঁচাতে নারায়ণগঞ্জকে বাঁচাতে আপনারাও আপনাদের সাধ্যমত যার যার অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন।

এ সময় খানপুর ৩০০ শয্যা হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. শামসুদ্দোহা সঞ্চয় বলেন, আমাদের জেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য যেভাবে আমাদের চিকিৎসকদের নিরাপত্তার কথা চিন্তা করে সহযোগিতা নিয়ে পাশে দাঁড়িয়েছেন আমরাও কথা দিলাম আমাদের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসা নিতে এসে একজন করোনা রোগীও ফেরত যাবেন না। যতদিন আমাদের জীবন চলবে আমরা আমাদের সর্বস্ব দিয়ে রোগীদের সেবা করে যাব।

শাহাদাত হোসেন/এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।