কক্সবাজারে কারাগারে দুই গ্রুপের মারামারি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৯:২৬ এএম, ২৪ এপ্রিল ২০২০

মামলা নিষ্পত্তির টাকা নিয়ে কালক্ষেপণের জের ধরে কক্সবাজার জেলা কারাগারে বন্দি দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে এ ঘটনাটি ঘটে। এ সময় উভয় গ্রুপের অন্তত ১০ জন বন্দি আহত হয়েছেন বলে কারা সূত্রে জানা গেছে।

কক্সবাজার জেলা কারাগারের তত্ত্বাবধায়ক মো. মোকাম্মেল হোসেন বলেন, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে কারাগারে দুই গ্রুপের মাঝে মারামারির খবর পেয়ে আমরা দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে আসি। মামলা নিষ্পত্তির টাকা নিয়ে মারামারি হয়েছে বলে জানতে পেরেছি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যারা এ ঘটনা ঘঠিয়েছে তাদের বিরুদ্ধে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। তবে মারামারিতে জড়িতদের পরিচয় প্রকাশ করতে অনীহা প্রকাশ করেন তিনি।

তবে কারা সূত্রে জানা গেছে, মারামারিতে জড়িতরা টেকনাফের নাজিরপাড়ার আলোচিত ইয়াবা ব্যবসায়ী একরাম ও কক্সবাজার বাস টার্মিনাল এলাকার শাহজাহান আনসারী গ্রুপ। তারা উভয়ে ২০১৯ সালের ১৬ ফেব্রুয়ারি আত্মসমর্পণ করা ১০২ ইয়াবা কারবারি গ্রুপের বন্দি।

আত্মসমর্পণের পর থেকে কারাগারে মামলা মোকদ্দমা দেখাশুনার দায়িত্ব নেন শাহজাহান আনসারী। এরপর সবার কাছ থেকে সংশ্লিষ্ট দফতরে টাকা দেয়ার জন্য মোটা অংকের একটি ফান্ডও গঠন করেন তিনি। কথা মতো টাকা দিয়েও মামলার নিষ্পত্তি না হয়ে সময়ক্ষেপণ হচ্ছিল বারবার। বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে দুই গ্রুপ। যা একপর্যায়ে মারামারিতে রূপ নেয়। এ ঘটনার পর কারাগারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মুহূর্তেই জেল সুপারের নেতৃত্বে কারা অভ্যন্তরে গিয়ে মারামারি বন্ধ করে সবাইকে যার যার ওয়ার্ডে পাঠিয়ে দেয় নিরাপত্তা রক্ষীরা।

সায়ীদ আলমগীর/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।