করোনা উপসর্গে মৃত নারীর নমুনা সংগ্রহ ছাড়াই দাফন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৭:১৪ পিএম, ২৫ এপ্রিল ২০২০

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল আরামবাগ এলাকায় করোনার উপসর্গ নিয়ে ৪৫ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার ভোরে তিনি মারা যান। পরে স্থানীয় কাউন্সিলরের হস্তক্ষেপে দুপুরে লাশ দাফন করা হয়। তবে করোনা পরীক্ষার জন্য মৃত নারীর শরীর থেকে কোনো নমুনা সংগ্রহ করা হয়নি।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১০নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন জানান, পরিবারের ভাষ্য অনুযায়ী ওই নারী কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন। পরে তার শ্বাসকষ্ট দেখা দেয়। শনিবার ভোরে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় করোনা আতঙ্কের সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, করোনা ভাইরাসের ভয়ে ওই নারীর লাশের কাছে কেউ এগিয়ে যায়নি। খবর পেয়ে স্থানীয় কাউন্সিলর লাশটি দাফনের ব্যবস্থা করেন। করোনা পরীক্ষার জন্য মৃত নারীর শরীর থেকে কোনো নমুনা সংগ্রহ করা হয়নি।

হোসেন চিশতী সিপলু/এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।