নারায়ণগঞ্জে বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৯:৩১ পিএম, ২৫ এপ্রিল ২০২০

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন ফরিদা হান্নান নিট ওয়ার পোশাক কারখানার শ্রমিকরা।

শনিবার (২৫ এপ্রিল) সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিক্ষোভ করেন তারা। তবে এ ব্যাপারে এখনও কোনো ধরনের হস্তক্ষেপ নেয়নি কারখানা কর্তৃপক্ষ।

বিক্ষোভরত শ্রমিক সিয়াম জানান, তারা গত তিন মাসের (ফেব্রুয়ারি থেকে এপ্রিল) বেতন না পেয়ে সকাল ৮টার দিকে গার্মেন্টেসের সামনে অবস্থান নেন। পুলিশকে খবর দেয়া হলেও দুপুর ১টা পর্যন্ত পৌছায়নি। তিন মাস ধরে বেতন-ভাতা পাচ্ছেন না তারা। কারখানা কর্তৃপক্ষ দেই-দিচ্ছি বলে তাদের সঙ্গে টালবাহানা করছে। বাড়িভাড়া ও দোকানে বাকি রয়েছে তাদের। এর মধ্যে নারায়ণগঞ্জ লকডাউন করা হয়। তাদের ঘরে খাবার নেই। এখন তাদের না খেয়ে মরার উপক্রম হয়েছে। রোজা রেখে বিক্ষোভ করছেন শ্রমিকরা।

শ্রমিকরা জানান, যেসব ত্রাণ সহায়তা দেয়া হচ্ছে তা কেবল নারায়ণগঞ্জের যারা তারাই পাচ্ছেন। কারখানার শ্রমিকরা ত্রাণ সহায়তা পাচ্ছেন না। বকেয়া বেতন না পেলে স্ত্রী-সন্তান নিয়ে না খেয়ে থাকতে হবে তাদের। লকডাউন থাকায় সব যানবাহন বন্ধ। গ্রামের বাড়িতেও যেতে পারছেন না তারা।

এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।