প্রসূতির ফোন পেয়ে ছুটে গেলেন নারী কাউন্সিলর
লকডাউনের কারণে স্বামীর কোনো আয়-রোজগার নেই। যে অর্থ জমা ছিল তা এতদিনে শেষের পথে। এরই মধ্যে উঠলো প্রসব বেদনা। কোনো কূল-কিনারা না পেয়ে ফোন দেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর আয়শা আক্তার দীনাকে। গর্ভবতী ওই নারীর ফোন পেয়ে ছুটে গিয়ে তাকে হাসপাতালে ভর্তি করেন আয়শা আক্তার দিনা। পরে ফুটফুটে একটি পুত্রসন্তানের জন্ম দেন অসহায় ওই নারী। এ নিয়ে নারী কাউন্সিলর আয়শা আক্তার দিনা নবজাতকের কয়েকটি ছবিসহ ফেসবুকে পোস্ট দেন, যা ইতোমধ্যে প্রশংসা কুড়িয়েছে সিদ্ধিরগঞ্জবাসীর।
আয়শা আক্তার দিনা জানান, বৃহস্পতিবার নাসিক ৮নং ওয়ার্ডের এক বোন আমাকে ফোন দিয়েই কান্না করে বললো সে গর্ভবতী। তার ডেলিভারির ব্যথা শুরু হয়েছে। কিন্তু লকডাউনের কারণে তার স্বামী কর্মহীন। কোনো টাকা তাদের হাতে নেই। এই বিপদের কথা শুনে ওই বোনের বাড়িতে গিয়ে তাকে সিদ্ধিরগঞ্জের এসও রোড এলাকায় সুফিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালের মালিক ডা. তাইফুর রহমান ডেলিভারির ব্যবস্থা করেন। অতঃপর একটি ফুটফুটে পুত্রসন্তানের জন্ম হয়। আলহামদুলিল্লাহ তারা উভয়ে সুস্থ আছেন।
তিনি আরও জানান, একজন নারীর জন্য এই মুহূর্ত অত্যন্ত বিপদের। এই লকডাউনে আপনারাও আপনাদের সামর্থ্য অনুযায়ী পার্শ্ববর্তী গর্ভবতী মায়ের খোঁজ খবর রাখতে পারেন। তাহলে হয়ত আল্লাহর রহমতে রক্ষা পাবে একজন মা ও শিশু।
হোসেন চিশতী সিপলু/এফএ/পিআর