সিদ্ধিরগঞ্জে শপিংমল বন্ধ রাখার ঘোষণা মার্কেট মালিক সমিতির

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৮:৪১ পিএম, ০৯ মে ২০২০
ফাইল ছবি

ঈদ উপলক্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের ব্যস্ততম চিটাগাং রোড এলাকার সব মার্কেট ও শপিংমল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে মার্কেট মালিক সমিতি।

করোনাভাইরাসের বিস্তার রোধে মানুষের জীবনের কথা চিন্তা করে এ সিদ্ধান্ত নেয়া হয়। শনিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ের হাজী আহসান উল্লাহ সুপার মার্কেটের অফিস কক্ষে এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এসময় সভায় হাজী আহসান উল্লাহ সুপার মার্কেট, হাজী নেকবর আলী চম্পক সুপার মার্কেট, ইউএস শপিং সেন্টার, হাজী বদরুদ্দিন সুপার মার্কেট, কাসসাফ শপিং সেন্টার ও চাঁন সুপার মার্কেটের পরিচালনা কমিটির নেতারা উপস্থিত ছিলেন। সভায় মার্কেটগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

হাজী আহসান উল্লাহ সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক হাজী মো. দেলোয়ার হোসেন বলেন, করোনাভাইরাসের বিস্তাররোধে মানুষের নিরাপত্তা বিবেচনায় নিয়ে ঈদ শপিংয়ে আমরা মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। শপিংমলে ভিড়ে করোনাভাইরাস সংক্রমিত হতে পারে, এ আশঙ্কা থেকেই শপিংমল না খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে করোনাভাইরাস রোধ হলে এ সিদ্ধান্ত পরিবর্তন করা হতে পারে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

হোসেন চিশতী সিপলু/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।