দৌলতদিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু


প্রকাশিত: ০৭:৩৫ এএম, ১৯ অক্টোবর ২০১৫
প্রতীকী ছবি

রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে জুয়েল রানা নামের ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। জুয়েল গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া সেলু মাতব্বর পারার মো. জলিলের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, জুয়েলদের বাড়ির ঘর পুনঃনির্মাণের জন্য ভাঙা হয়েছিল। এজন্যই বাড়ির সব প্রয়োজনীয় আসববিপত্রসহ সব জিনিসপত্র এলোমেলো ছিল। এসময় পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে জুয়েল। ওই অবস্থায় তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোয়ালন্দ ঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শাহজালাল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রুবেলুর রহমান/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।