নারায়ণগঞ্জ থেকে ফরিদপুর গিয়ে করোনায় আক্রান্ত গার্মেন্টসকর্মী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৯:৩৮ পিএম, ১৬ মে ২০২০

ফরিদপুরে এক নারী পোশাককর্মীর করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফরিদপুর মেডিকেল কলেজে স্থাপিত করোনা শনাক্তকরণ ল্যাব সূত্রে শনিবার (১৬ মে) বিকেলে এ তথ্য জানা গেছে। এ নিয়ে ফরিদপুর জেলায় এ পর্যন্ত ৫০ জন করোনা রোগী শনাক্ত হলেন।

যে নারী পোশাক শ্রমিককের করোনাভাইরাস শনাক্ত হয়েছে তার বয়স ২২ বছর। তিনি জেলার আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা। তিনি নারায়ণগঞ্জের কাঁচপুরে একটি পোশাক কারখানায় কর্মরত। ১৪ মে তিনি বাড়িতে ফেরেন। ১৫ মে তার নমুনা সংগ্রহ করা হয়।

ফরিদপুর করোনা শনাক্তকরণ ল্যাব সূত্রে জানা গেছে, শনিবার ল্যাবে ফরিদপুর ও গোপালগঞ্জের মোট ১৩৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ফরিদপুরের ৫০ এবং ৮৩ জন গোপালগঞ্জের। এতে ফরিদপুরের একজন ও গোপালগঞ্জের চারজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

ফরিদপুরের পুলিশ সুপার মো. আলীমুজ্জামান বলেন, করোনা আক্রান্ত আলফাডাঙ্গা সদর ইউনিয়নের ওই পোশাক শ্রমিকের বাড়ি লকডাউন করা হয়েছে।

বি কে সিকদার সজল/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।