সিদ্ধিরগঞ্জে বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ
সরকার ঘোষিত বোনাসসহ মার্চ মাসের ওভার টাইম বোনাস এবং চলতি মাসের বেতনের দাবিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৫ ঘণ্টা সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা।
বুধবার (২০ মে) বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জ থানাধীন সুমিপাড়া এলাকায় আদমজী-নারায়ণগঞ্জ-ডেমরা সড়কে ওয়েস্ট নিটের নামে একটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক এ অবরোধ করে। এতে ওই সড়কের দুইপাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে র্যাব ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

দফায় দফায় মালিক-শ্রমিকদের কথা হলেও কোনো সিদ্ধান্ত না হওয়ায় বেলা ১১টায় শুরু হওয়া শ্রমিকদের অবরোধ চলতে থাকে। পরে বিকেল সাড়ে ৩টায় র্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দিন ঘটনাস্থলে গিয়ে মালিক-শ্রমিকদের সাথে কথা বলেন।
এসময় মালিকপক্ষ শ্রমিকদের মার্চ মাসের ওভার টাইমের পারিশ্রমিক এবং সরকার ঘোষিত বোনাস পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা সড়ক থেকে সরে যায় বলে জানান মো. জসীম উদ্দিন।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, চলমান করোনা পরিস্থিতিতে আমরা খুব কষ্টে জীবন অতিবাহিত করছি। এমতাবস্থায় আমরা পেটের দায়ে মালিকপক্ষের জন্য কাজ করে যাচ্ছি। কিন্তু মালিক ফরিদ আহমেদ আমাদের মার্চ মাসের ওভার টাইম কোনো পারিশ্রমিক প্রদান করেনি এবং চলতি মাসের বেতনও পরিশোধ করেনি। তার ওপর অর্ধেক বোনাস দিতে চাইছে তারা। আমরা পুরো বোনাসসহ অন্যান্য বকেয়া পরিশোধের দাবি করছি।
র্যাবের এএসপি মো. জসীম উদ্দিন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষের সাথে আলোচনা করি। মালিকপক্ষ শ্রমিকদের মার্চ মাসের ওভার টাইমের পারিশ্রমিক এবং সরকার ঘোষিত পুরো বোনাস ঈদের আগেই পরিশোধ করবে বলে আশ্বাস দিয়েছে। পরে বিকেল ৪টায় শ্রমিকরা তাদের অবরোধ তুলে নিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
হোসেন চিশতী সিপলু/এমএএস/এমকেএইচ