ঈদের আগে মুক্তি পেল যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের ৯৭ বন্দী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ২২ মে ২০২০

ঈদের আগে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের ৯৭ জন বন্দীকে জামিনে মুক্তি দেয়া হয়েছে। ভার্চুয়াল আদালতের মাধ্যমে তাদের জামিন দিয়েছেন দেশের বিভিন্ন শিশু ও কিশোর আদালতের বিচারক। শুক্রবার (২২ মে) আদালত থেকে প্রয়োজনীয় কাগজপত্র আসার পর তাদের মুক্ত করা হয়।

করোনা দুর্যোগের কারণে সরকারি ছুটি ঘোষণা হওয়ায় আদালতের কার্যক্রম সীমিত হয়ে যায়। যে কারণে সুপ্রিম কোর্টের নির্দেশনায় গত ১২ মে থেকে দেশের বিভিন্ন জেলায় ভার্চুয়াল আদালতের মাধ্যমে জামিন শুনানির কার্যক্রম শুরু হয়।

সংশ্লিষ্ট আইনজীবী তাহমিদ আকাশ জানান, ঈদের আগে ভার্চুয়াল আদালতে আবেদন করে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের ৯৭ বন্দীর জামিন পাওয়া গেছে।

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের সাইকোসোশ্যাল কাউন্সিলর মুশফিকুর রহমান জানান, সুপ্রিম কোর্টের চাইল্ড রাইটস কমিটি ও সমাজ সেবার অধিদফতরের বিশেষ উদ্যোগে এ জামিন আবেদন করা হয়। জামিনপ্রাপ্ত শিশুদের অভিভাবকের হাতে তুলে দেয়া হচ্ছে। আরও কিছু শিশুকে এ জামিনের আওতায় আনতে উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি আরও বলেন, জামিনপ্রাপ্তরা রাজশাহী, রংপুর, বরিশাল ও খুলনা বিভাগের ২৭টি জেলার বাসিন্দা।

মিলন রহমান/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।