সিগারেটের আগুনে সেপটিক ট্যাংক বিস্ফোরণ, দগ্ধ ৪

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০১:৩৪ পিএম, ২৪ মে ২০২০

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় একটি চায়ের দোকানে সেপটিক ট্যাংক বিস্ফোরণে দোকানদারসহ চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার (২৪ মে) সকালে উপজেলার আড়াইহাজার বাজারের হরমুজ আলীর চায়ের দোকানে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- নরসিংদীর শিবপুরের জয়নাব আলীর ছেলে মনসুর (৫০), চায়ের দোকানদার আড়াইহাজারের মনপুরা এলাকার আব্দুস সাত্তারের ছেলে হরমুজ আলী, কান্দাপাড়া এলাকার রমিজউদ্দিনের ছেলে আলম (৫২) ও রমজানের ছেলে ইব্রাহীম (২৬)।

এদিকে ঘটনার খবর পেয়ে আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহাগ হোসেন ও আড়াইহাজার পৌরসভার মেয়র আলহাজ সুন্দর আলী ঘটনাস্থল পরিদর্শন করেন।

আড়াইহাজার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ মো. শাহজাহান জানান, কেউ সিগারেট খেয়ে দোকানের সেপটিক ট্যাংকে আগুন ফেলেন। আগে থেকে সেপটিক ট্যাংকে কিছু গ্যাস জমা ছিল। সিগারেটের সুপ্ত আগুনে সেই গ্যাস বিস্ফোরণ হয়ে সেখানে আগুন লেগে যায়। বিস্ফোরণে আহতদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

শাহাদাত হোসেন/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।