নারায়ণগঞ্জে করোনায় আরও দু’জনের মৃত্যু
নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৭২। এছাড়া নতুন করে জেলায় আক্রান্ত হয়েছে ১৩৩ জন। নারায়ণগঞ্জে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ হাজার ১০৪।
রোববার (২৪ মে) সকালে নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন অফিসে এমন তথ্য জানানো হয়।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, পুরো জেলায় মোট করোনা আক্রান্ত ২১০৪ জন। যার মধ্যে আড়াইহাজার উপজেলায় ৬৬ জন, রূপগঞ্জে ১৭২, সোনারগাঁয়ে ১৩৮, বন্দরে ৫৪, সদর উপজেলায় ৭১৮ ও সিটি করপোরেশনে ৯৫৬ জন। পুরো জেলায় সুস্থ হয়েছে ৬৮৯ জন।
এছাড়া করোনায় ৭২ মৃতের মধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ৪৯ জন, সদর উপজেলার ১৬, রূপগঞ্জে একজন ও সোনারগাঁয়ের রয়েছেন পাঁচজন।
শাহাদাত হোসেন/এফএ/পিআর