করোনায় চাঁদরাতে মৃত্যু, ঈদের দিন দাফন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ১০:২৭ পিএম, ২৫ মে ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিকে ঈদের দিনেও দাফন করলো কোয়ান্টাম ফাউন্ডেশন। সোমবার সংস্থাটির স্বেচ্ছাসেবীরা যশোরের শার্শা উপজেলার চটকাপোতা গ্রামের মৃত মো. হুমায়ুন কবিরকে (৫৯) দাফন করেন। তিনি রোববার সন্ধ্যায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

কোয়ান্টাম ফাউন্ডেশনের যশোরের অর্গানাইজার খান এ আলম মানিক বলেন, হুমায়ুন কবির করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীতে চিকিৎসাধীন ছিলেন। রোববার সন্ধ্যায় তিনি মারা যান। মাগরিবের পর স্বজনরা মরদেহ নিয়ে যশোরের শার্শা উপজেলার চটকাপোতা গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। সোমবার ঈদের দিন ভোরে মরদেহ পৌঁছায় গ্রামে। সকালে তাকে দাফন করা হয়।

Benapole-Corona-Dead

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া হুমায়ুনকে দাফনের সময় যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসি উপস্থিত ছিলেন। পরে মৃতের বাড়ি লকডাউন করা হয়।

কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা জানান, তাদের টিমে বৃহত্তর যশোরের ২৪ জন কাজ করেন। কিন্তু ঈদের দিন হওয়ায় তারা মাত্র চারজন মিলে মরদেহ দাফন করেন। পরে দাফনকাজে অংশ নেয়াদের জন্য আলাদাভাবে ঈদের জামাতের আয়োজন করা হয়।

জামাল হোসেন/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।