অ্যাম্বুলেন্স কেড়ে নিল দুই রিকশাচালকের প্রাণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ১০:৩৭ পিএম, ২৬ মে ২০২০

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই রিকশাচালকের মৃত্যু হয়েছে। তবে অ্যাম্বুলেন্সটি জব্দ করতে পারলেও চালককে আটক করতে পারেনি পুলিশ।

মঙ্গলবার (২৬ মে) বিকেলে সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জের আহাদ মিয়া (৩৫) এবং নীলফামারীর দর্জিপাড়া গ্রামের আবুল কাফি (৫০)। নিহতরা রিকশাচালক এবং কাঁচপুর ও মদনপুর এলাকায় ভাড়া বাসায় থাকেন।

কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের ওসি মোজাফফর হোসেন বলেন, অ্যাম্বুলেন্সের ধাক্বায় আহত দুই রিকশাচালকের একজন স্থানীয় হাসপাতালে আরেকজন ঢাকা মেডিকেল হাসপাতালে মারা যান। অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়েছে।

শাহাদাত হোসেন/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।